১৮/০৮/ ২০১৬ ইং তারিখে অনুষ্ঠিত ২নং পারুল ইউনিয়ন পরিষদের
প্রথম সভার কার্য বিবরণী ঃ
সভার সভাপতি : জনাব মোঃ আবুল কালাম আজাদ খাঁন চেয়ারম্যান, ২নং পারুল ইউনিয়ন পরিষদ, পীরগাছা ,রংপুর ।
সভা পরিচালনা : জনাব মোস্তাক আহমেদ, ইউপিসচিব, ২নং পারুল ইউনিয়ন পরিষদ, পীরগাছা ,রংপুর ।
সভার তারিখ ঃ ১৮/০৮/২০১৬খ্রিঃ রোজ ঃ বৃহস্পতিবার, সময় ঃ সকাল ১১.০০ ঘটিকা ।
সভার স্থান ঃ ২নং পারুল ইউনিয়ন পরিষদ কার্যালয়।
সভায় উপস্থিত ও অনুপস্থিত সদস্যবৃন্দঃ উপস্থিত ও অনুপস্থিত সদস্যবৃন্দ তালিকা (পরিশিষ্ট ক )
আলোচ্য বিষয় ঃ
১। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত।
২। পারস্পারিক পরিচিতি, মত বিনিময় ও স্বাগত বক্তব্য।
৩। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ।
৪। মাসিক সভার তারিখ নির্ধারণ।
৫। গ্রাম আদালতের তারিখ নির্ধারণ।
৬। ব্যাংক হিসাব সমূহের স্বাক্ষর পরিবর্তন।
৭। চেয়ারম্যান প্যানেল গঠন।
৮। ইউনিয়ন কমিটি সমূহ সংশোধন।
৯। স্ট্যান্ডিং কমিটি গঠন।
১০। ওয়ার্ড সভার তারিখ নিদ্ধারন ।
১১। ইউনিয়ন পর্যায়ে হোল্ডিং এসেস্টমেন্ট ও নাম্বার প্লেট স্থাপন সংক্রান্ত:
১২। পঞ্চ বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ঃ
১৩। বিবিধ।
আলোচনা ও সিদ্ধান্ত ঃ
০১। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ঃ
অদ্যকার সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম আজাদ খান, চেয়ারম্যান, সভাপতি মহোদয় সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য, ১নং ওয়ার্ড। তিনি অত্র ইউনিয়ন পরিষদের সরকারি ও সার্বিক কার্যক্রম পরিচালনায় সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন। এরপর সভাপতি মহোদয় ইউপি সচিব জনাব মোস্তাক আহমেদ, কে সভা পরিচালনার জন্য অনুরোধ জানান।
০২। পারস্পারিক পরিচিতি, মত বিনিময় ও স্বাগত বক্তব্য ঃ
প্রথমে ইউপি সচিব জনাব মোস্তাক আহমেদ, নিজের পরিচয় প্রদান করেন। এরপর সকল সদস্য সহ উপস্থিত সকলকে নিজের পরিচয় প্রদান করার অনুরোধ জানান। সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলে নিজের পরিচয় প্রদান করেন ও পারস্পারিক মত বিনিময় করেন। ইউপি সচিব মোস্তাক আহমেদ, সভায় জানান বিগত ৭মের্ ২০১৬ইং তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয় এরপর জুন/ ২০১৬ ইং তারিখে গেজেট প্রকাশিত হয়। উক্ত গেজেটের আলোকে ২৮জুন ২০১৬ইং রংপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় সকাল ১০-০০ ঘটিকায় শপথ অনুষ্ঠিত হয়। অদ্য সকাল ১১.০০ ঘটিকায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যেমে নবনির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে অদ্যকার সভায় সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণকে ফুল দিয়ে বরণ করে নিবেন ২নং পারুল ইউনিয়ন পরিষদের সচিব জনাব মোস্তাক আহমেদ, এরপর ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা জনাব মোঃ মতিয়ার রহমান । এরপর ইউপি সচিব সকলকে প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার আহবান জানান।
০৩। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ ঃ
ইউপি সচিব সভায় জানান স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩০ নং ধারায় বলা আছে পরিষদ গঠনের পর পূর্ববর্তি চেয়ারম্যান বা প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত সদস্য তাহার দখলে বা নিয়ন্ত্রণে থাকা পরিষদের সকল নগদ অর্থ, পরিসম্পদ, দলিল দস্তাবেজ, রেজিস্টার ও সীলমোহর যতশীঘ্র সম্ভব অথবা উপজেলা অপসার কর্তৃক স্থীরকৃত তারিখ, সময় ও স্থানে নতুন নির্বাচিত চেয়ারম্যান বা ক্ষেত্রমত, মনোনীত প্যানেল চেয়ারম্যান বা চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত সদস্যের নিকট পরিষদের সচিব ও উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত এক জন প্রথম শ্রেণীর কর্মকর্তার উপস্থিতিতে বুঝাইয়া দিবেন। অদ্যকার সভায় দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সর্ম্পকে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সাবেক চেয়ারম্যান জনাব, মোঃ আবুল কালাম আজাদ সাহেবের সাথে আলোচনা করে অতি দ্রুত অন্যান্য রেকর্ড পত্র বুঝে নেওয়ার জন্য নব নির্বাচিত চেয়ারম্যান সাহেবকে সিদ্ধান্ত প্রদান করা হয়।
০৪। মাসিক সভার তারিখ নির্ধারণ ঃ
ইউপি সচিব সভায় জানান স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৪২ নং ধারার ১নং উপধারায় বলা আছে প্রত্যেক পরিষদের কার্যালয় প্রতিমাসে অন্যূন একটি সভা অনুষ্ঠানের ব্যবস্থা করিবে এবং উক্ত সভা অফিস সময়ের মধ্যে অনুষ্ঠিত হইবে। উক্ত বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্ব সম্মত সিদ্ধান্ত হয় যে, প্রত্যেক ইংরেজী মাসের ২৮ তারিখে ইউনিয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হবে তবে, উক্ত তারিখে যদি সরকারী ছুটি থাকে তাহলে পরবর্তী প্রথম কর্মদিবসে মাসিক সভা অনষ্ঠিত হইবে।
০৫। গ্রাম আদালতের তারিখ নির্ধারণ ঃ
ইউপি সচিব সভায় জানান স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর গ্রামআদালত বিধিমালা ২০১৬এর বিধান অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা করা আবশ্যক। সরকারী অফিস খোলার দিন গ্রাম আদালত পরিচালনা করতে হবে।উক্ত বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্ব সম্মত সিদ্ধান্ত হয় যে, প্রত্যেক সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় গ্রাম আদালত অনুষ্ঠিত হবে। তবে, উক্ত তারিখে যদি সরকারী ছুটি থাকে তাহলে পরবর্তী বৃহস্পতিবার আদালতের কার্যক্রম চলিবে।
০৬। ব্যাংক হিসাব সমূহের চেক অপারেটর পরিবর্তন ঃ
ইউপি সচিব সভায় জানান স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৪২ নং ধারার ৫৩নং ধারার ১নং উপধারায় বলা আছে প্রত্যেক ইউনিয়ন পরিষদের জন্য সংশ্লিষ্ট পরিষদের নামে একটি তহবিল থাকবে। উক্ত বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্ব সম্মত সিদ্ধান্ত হয় যে, অত্র ইউনিয়ন পরিষদের সকল ব্যাংক হিসাব নাম্বারের চেক অপারেটর নি¤েœাক্ত ছকের ৪নং ক্রমিকে বর্নিত ব্যক্তিগণের সমন্বয়ে ব্যাংক হিসাব পরিচালিত হবে।
ক্রমিক নং ব্যাংক হিসাব নং ও শাখার নাম বর্তমান হিসাব পরিচালনাকারীদের নাম পরিবর্তিত হিসাবে পরিচালনা কারীদেও নাম ও পদবী
০১ চলতি :
“হাট বাজার উন্নয়ন তহবিল”
সোনালী ব্যাংক লিঃ,
পীরগাছা শাখা, রংপুর। মোঃ আবুল কালাম আজাদ
চেয়ারম্যান
মোস্তাক আহমেদ,
ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ খাঁন চেয়ারম্যান
মোস্তাক আহমেদ,
ইউপি সচিব
০২ চলতি : ৩৩০০৬৬১৭
১% ভূমি হস্থান্তর তহবিল
সোনালি ব্যাংক লিঃ,
পীরগাছা শাখা. রংপুর। মোঃ আবুল কালাম আজাদ
চেয়ারম্যান
মোস্তাক আহমেদ,
ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ খাঁন চেয়ারম্যান
মোস্তাক আহমেদ,
ইউপি সচিব
০৩ সঞ্চয়ী : ১০০৪১৩
“নিজস্ব হিসাব তহবিল”
গ্রামীন ব্যাংক,
পারুল পীরগাছা শাখা, রংপুর । মোঃ আবুল কালাম আজাদ
চেয়ারম্যান
মোস্তাক আহমেদ,
ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ খাঁন
চেয়ারম্যান
মোস্তাক আহমেদ,
ইউপি সচিব
০৪ চলতি : ৩৩০১৪৮৬৭
“এলজিএসপি-২ তহবিল”
সোনালী ব্যাংক লিঃ,
পীরগাছা শাখা, রংপুর মোঃ আবুল কালাম আজাদ
চেয়ারম্যান
মোস্তাক আহমেদ,
ইউপি সচিব
মোছাঃ সামিনা বেগম মোঃ আবুল কালাম আজাদ খাঁন
চেয়ারম্যান
মোস্তাক আহমেদ, ইউপি সচিব
মোছাঃ রাবেয়া বেগম
ইউপি সদস্যা, সংরক্ষিত-৪,৫,৬ .
০৫ সঞ্চয়ী : ১০০০৬০
“জন্ম ও মৃত্যু নিবন্ধন তহবিল”
গ্রামীন ব্যাংক,
পারুল পীরগাছা শাখা, রংপুর । মোঃ আবুল কালাম আজাদ চেয়ারম্যান
মোস্তাক আহমেদ,
ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ খাঁন
চেয়ারম্যান
মোস্তাক আহমেদ,
ইউপি সচিব
০৬ চলতি : ৩৩০১৯৫৩৬
ইউপিজি-অ
সোনালী ব্যাংক লিঃ,
পীরগাছা শাখা, রংপুর মোঃ আবুল কালাম আজাদ চেয়ারম্যান
মোস্তাক আহমেদ,
ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ খাঁন
চেয়ারম্যান
মোস্তাক আহমেদ,
ইউপি সচিব
০৭ চলতি : ৩৩০১৯৫২৮
ইউপিজি-ই
সোনালী ব্যাংক লিঃ,
পীরগাছা শাখা, রংপুর মোঃ আবুল কালাম আজাদ চেয়ারম্যান
মোস্তাক আহমেদ,
ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ খাঁন
চেয়ারম্যান
মোস্তাক আহমেদ,
ইউপি সচিব
০৭। চেয়ারম্যান প্যানেল গঠন ঃ
ইউপি সচিব সভায় জানান স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৩ নং ধারার ১নং উপধারায় বলা আছে, পরিষদ গঠিত হইবার পর প্রথম অনুষ্ঠিত সভার ৩০ কার্যদিবসের মধ্যে অগ্রাধিকারক্রমে ৩ (তিন) সদস্যবিশিষ্ট একটি চেয়ারম্যান প্যানেল, সদস্যগণ তাঁহাদের নিজেদের মধ্য হতে নির্বাচন করিবেন। তবে শর্ত থাকে যে, নির্বাচিত ৩ (তিন) জন চেয়ারম্যান প্যানেলের মধ্যে কমপক্ষে ১ (এক) জন সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের মধ্য হইতে নির্বাচিত হইবেন। উক্ত বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্ব সম্মত সিদ্ধান্ত হয় যে, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব, মোঃ তাহারৎ উল্যাহ কে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তবে, উক্ত তারিখে যদি সরকারী ছুটি থাকে তাহলে প্রথম কর্মদিবসে মাসিক সভা অনষ্ঠিত হইবে।
০৮। ইউনিয়ন কমিটি সমূহ সংশোধন ঃ
ইউপি সচিব সভায় জানান, ইউনিয়ন পরিষদের অনেক গুলো কমিটি রয়েছে। উক্ত কমিটি গুলো হতে পূর্ববর্তী চেয়ারম্যান ও সদস্যগণের নাম কর্তন পূর্বক বর্তমান নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের নাম অন্তর্ভূক্ত করা প্রয়োজন। উক্ত বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ইউনিয়ন পরিষদের সকল কমিটিতে পূর্ববর্তী চেয়ারম্যান ও সদস্যগণের নাম পরিবর্তন পূর্বক নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের নাম সংযোজনের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।
০৯। স্ট্যান্ডিং কমিটি গঠন ঃ
ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৪৫ নং ধারার ১নং উপধারায় বলা আছে, পরিষদ উহার কার্যাবলী সুচারুরূপে সম্পাদন করিবার জন্য নি¤œ বর্ণিত বিষয়াদির প্রত্যেকটি সম্পর্কে একটি স্থায়ী কমিটি গঠন করিবে।
১। অর্থ ও সংস্থাপন।
২। হিসাব নিরীক্ষা ও হিসাব রক্ষণ।
৩। কর নিরুপন ও আদায়।
৪। শিক্ষা, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা।
৫। কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ।
৬। পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।
৭। আইন শৃঙ্খলা রক্ষা।
৮। জন্ম-মৃত্যু নিবন্ধন।
৯। স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়-নিষ্কাশন।
১০। সমাজকল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা।
১১। পরিবেশ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ রোপন।
১২। পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশুকল্যাণ।
১৩। সংস্কৃতি ও খেলাধুলা।
উক্ত বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। এর পর নিন্মোক্ত স্ট্যান্ডিং কমিটি সমূহ গঠন পূর্বক তাদের কার্যাবলী অদ্যকার সভায় সর্ব সম্মত ভাবে গৃহিত হয়।
০১. অর্থ ও সংস্থাপন ঃ
ক্র: নাম কমিটিতে পদবী পদবী ফোন নং
০১ মোঃ আনিছুর রহমান আনছার সভাপতি ইউ.পি সদস্য
০২ মোঃ আলম মিয়া সদস্য ইমাম
০৩ মোঃ জোবায়ের হোসেন সদস্যা সমাজসেবী মহিলা
০৪ মোঃ হাফিজুর রহমান সদস্য গণ্যমান্য
০৫ মোঃ আমির উদ্দিন মাস্টার সদস্য সচিব শিক্ষক
ক) জনগনের অংশগ্রহনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের বাৎসরিক বাজেট তৈরীতে এবং অনুমোদিত বাজেট জনসমক্ষে প্রচারের ব্যাপারে ইউনিয়ন পরিষদকে সহযোগিতা প্রদান।
খ) সরকারী নীতিমালা অনুযায়ী ট্যাক্স, রেট, ফি ইত্যাদি নিরূপণ, ধার্য ও আদায়ের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।
গ) ইউনিয়নে কর্মরত সরকারি, বেসরকারি উন্নয়ন সংস্থা ও জনঅংশগ্রহনের মাধ্যমে বহু বার্ষিক পরিকল্পনা তৈরীতে ইউনিয়ন পরিষদকে সহযোগিতা প্রদান।
ঘ) ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়নমূলক প্রকল্পগুলি যাতে জনগণের চাহিদা ভিত্তিক ও বহুবার্ষিক পরিকল্পনা হাতে নেওয়া হয়- তা নিশ্চিত করা।
ঙ) অর্থ ও সংস্থাপন মূলক প্রতিবেদন তৈরীতে ইউনিয়ন পরিষদকে সহযোগিতা প্রদান।
০২. হিসাব নিরিক্ষা ও হিসাবরক্ষণ ঃ
ক্র: নাম কমিটিতে পদবী পদবী ফোন নং
০১ মোঃ নুরুল আমিন সভাপতি ইউ.পি সদস্য
০২ মোঃ নয়া মিয়া সদস্য শিক্ষক
০৩ মোঃ নাজমুল হক সদস্য ইমাম
০৪ মোঃ মালেক মিয়া সদস্য গণ্যমান্য
০৫ মোছাঃ ফিরোজা বেগম সদস্য সচিব গৃহিনী
ক) ইউনিয়ন পরিষদের নিয়মিত ক্রয়, ট্যাক্স, রেভিনিউ, টি আর কাবিখা এবং অন্যান্য আর্থিক উৎস ও লেনদেনের কাগজ পত্র নিয়মিত পরিবীক্ষণ।
খ) ইউনিয়ন পরিষদের সকল আর্থিক কর্মকান্ড ষান্মাষিক ভিত্তিতে নিরীক্ষা করা ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান।
গ) প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বারা প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও পরিষদের মাসিক সভায় উপস্থাপনে সহায়তা প্রদান।
ঘ) কার্যকরী আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠায় ইউনিয়ন পরিষদকে সহায়তা প্রদান।
ঙ) নিরীক্ষা ও হিসাব সম্পর্কিত সকল বিষয়াদি ত্রৈমাসিক ভিত্তিতে পরিষদকে অবহিত করা।
চ) ইউনিয়ন পরিষদের আয় ও ব্যয়ের প্রকৃত হিসাব আর্থিক বছর শেষে জনগণকে জানানোর জন্য পরিষদের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে টানিয়ে রাখার জন্য ইউনিয়ন পরিষদকে পরামর্শ প্রদান এবং জনগণের সহযোগিতায় তা বাস্তবায়ন নিশ্চিত করা।
০৩. কর নিরূপন ও কর আদায় ঃ
ক্র: নাম কমিটিতে পদবী পদবী ফোন নং
০১ মোঃ সাইফুল ইসলাম সভাপতি ইউ.পি সদস্য
০২ মোছাঃ রাবেয়া বেগম সদস্য গৃহিনী
০৩ মোঃ মানিক মিয়া সদস্য শিক্ষক
০৪ মোঃ আশরাফ আলী সদস্য গণ্যমান্য
০৫ মোঃ রানা মিয়া সদস্য সচিব গণ্যমান্য
ক) কর নিরূপন ও কর আদায় এই সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।
০৪. শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ঃ
ক্র: নাম কমিটিতে পদবী পদবী ফোন নং
০১ মোছাঃ আফরোজা বেগম সভাপতি ইউ.পি সদস্য
০২ মোঃ ইলিয়াছ হোসেন সদস্য গণ্যমান্য
০৩ মোঃ আফজাল খাঁ সদস্য গণ্যমান্য
০৪ মোঃ টুনু মিয়া সদস্য গণ্যমান্য
০৫ মোঃ ডাবলু মিয়া সদস্য সচিব সি.আই.জি
ক) স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোর (সরকারি ও বেসরকারি) সব ধরনের সেবা প্রদানের তথ্য জনগণকে জানানো এবং সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানের কাজ পর্যবেক্ষণ।
খ) হতদরিদ্র জনগোষ্ঠি বিশেষতঃ নারীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের তহবিল বৃদ্ধির লক্ষ্যে কাজ করা।
গ) ইউনিয়ন পর্যায়ের সাস্থ্য ও পরিবার কল্যাণ কমীরা যাতে জনগণের চাহিদা মোতাবেক সেবা প্রদান করে তা নিশ্চিত করা।
ঘ) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকান্ডের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণের জন্য ইউনিয়ন পরিষদকে সহায়তা করা।
ঙ) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকান্ডের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণের জন্য ইউনিয়ন পরিষদকে সহায়তা করা।
চ) জনগণের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও শিশুর টিকা দান বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা ও সরকারের এতদসংক্রান্ত প্রচার কার্যক্রমে সহযোগিতা প্রদান।
ছ) স্বাস্থ্য সেবার মনোন্নয়নে সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করা।
০৫. কৃষি, মৎস্য, পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন মূলক কাজ ঃ
ক্র: নাম কমিটিতে পদবী পদবী ফোন নং
০১ মোছাঃ রোকেয়া বেগম সভাপতি ইউ.পি সদস্য
০২ মোঃ আঃ মতিন সদস্য ঈমাম
০৩ মোঃ আজিজার রহমান সদস্য কৃষি অফিসার
০৪ মোঃ আশরাফুল আলম সদস্য শিক্ষক
০৫ মোছাঃ সাহাজাদী বেগম সদস্য সচিব প:প:সহকারী
ক) সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কৃষি উন্নয়ন মূলক কাজে ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করা।
খ) ইউনিয়ন পর্যায়ে কর্মরত ব্লক সুপারভাইজার বা কৃষি কর্মীদের কার্যক্রম সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করা ও প্রতিবেদন প্রদান।
গ) জনগণের চাহিদা অনুযায়ী সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় সাধন।
ঘ) কৃষি বিভাগের সহযোগিতায় এলাকার কৃষকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও কৃষি বিষয়ে সচেতনামূলক প্রচারণার ব্যবস্থা করা।
ঙ) ইউনিয়ন কৃষি পরামর্শ কেন্দ্র স্থাপন ও সেখানে কৃষকদের গমনের জন্য উৎ সাহিত করা।
চ) কৃষি বিষয়ে সার্বিক তথ্য ও ইউনিয়ন পরিষদে তা সংরক্ষনের ব্যবস্থা করা।
ছ) কৃষি সম্পর্কিত বিষয়ে তথ্যাদি নিয়মিত মাসিক সভায় আলোচনার জন্য প্রেরণ করা।
জ) কৃষকদের সাথে নিয়মিত মত বিনিময় সভার আয়োজন করা তাদের সমস্যা সম্পর্কে জেনে সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা গ্রহণ করে সমাধানের পদক্ষেপ গ্রহন করা ও কৃষকের চাহিদা ভিত্তিতে কৃষি বিষয়ক প্রকল্প প্রণয়নে ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করা।
০৬. পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ঃ
ক্র: নাম কমিটিতে পদবী পদবী ফোন নং
০১ মোঃ তাহারৎ উল্যা সভাপতি ইউ.পি সদস্য
০২ মোঃ মোকছেদুল ইসলাম সদস্য সমাজসেবক
০৩ মোঃ আইয়ুব আলী সদস্য গণ্যমান্য
০৪ মোছাঃ রাবেয়া বেগম সদস্য গণ্যমান্য
০৫ মোঃ মোফাজ্জল সদস্য সচিব সমাজসেবী
ক) গ্রামের রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট ইত্যাদি উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়নে ইউনিয়ন পরিষদকে পরামর্শ ও সহযোগিতা প্রদান।
খ) চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় পরিষদকে সহযোগিতা প্রদান।
গ) জনগণের চাহিদা অনুযায়ী পয়ঃপ্রণালী নিস্কাশনে ড্রেন নির্মাণ ও সংস্কারে পরিষদকে পরামর্শ প্রদান।
ঘ) ইউনিয়ন এলকায় পরিকল্পিত গৃহ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ইউনিয়ন পরিষদকে সহযোগিতা প্রদান।
ঙ) কৃষি কাজে সেচের জন্য ড্রেন নির্মাণ সহ অন্যান্য পূর্ত কাজের জন্য পরিকল্পনা প্রণয়নে ইউনিয়ন পরিষদকে সহযোগিতা প্রদান।
০৭. আইন শৃঙ্খলা রক্ষা ঃ
ক্র: নাম কমিটিতে পদবী পদবী ফোন নং
০১ মোঃ আবুল কালাম আজাদ খাঁন সভাপতি ইউপি চেয়ারম্যান ০১৭১৮-৭৮৮১০৯
০২ মোঃ তোফাজ্জল হোসেন সদস্য শিক্ষিকা
০৩ এবিএম মিজানুর রহমান সদস্য শিক্ষক
০৪ মোঃ মালেক মিয়া সদস্য ইমাম
০৫ মোঃ আফজাল হোসেন সদস্য সচিব গণ্যমান্য
ক) গ্রাম পুলিশের মাধ্যমে গ্রাম পর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে বিভিন্ন বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ।
খ) আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রয়োজনে আনসার ভিডিপি সদস্যদের সহায়তায় বা পৃথক স্বেচ্ছাসেবী সংগঠন তৈরী করে নৈশ পাহারার ব্যবস্থা করা।
গ) আনসার, ভিডিপি এর কাজের সমন্বয় সাধন।
ঘ) ইউনিয়নের আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যাসমূহ চিহ্নিত করা ও ইউনিয়নের মাসিক সভায় এ বিষয়ে সুপারিশ পেশ।
ঙ) প্রতি দুই মাস অন্তর আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা পূর্বক প্রতিবেদন প্রস্তুত এবং তা ইউনিয়ন পরিষদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে দাখিল করে।
চ) গ্রাম পুলিশের দক্ষতা বৃদ্ধিকল্পে প্রশিক্ষণের আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযাগ।
০৮. জন্ম ও মৃত্যু নিবন্ধন ঃ
ক্র: নাম কমিটিতে পদবী পদবী ফোন নং
০১ মোঃ আফজাল হোসেন সভাপতি ইউ.পি সদস্য
০২ মোঃ মাসুদ রানা সদস্য গণ্যমান্য ০১৭৭৬৫৭০৩৯০
০৩ মোছাঃ পারভিন বেগম সদস্য ঈমাম
০৪ মোঃ আফছার আলী সদস্য গণ্যমান্য
০৫ মোঃ নুরনবী মিয়া সদস্য সচিব সমাজসেবী
ক) বাল্য বিবাহ ইত্যাদির কূফল সম্পর্কে জনগণকে সতর্ক করা ও এগুলি প্রতিরোধ করতে জনগণকে সচেতন করা এবং নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে সমন্বয় করা।
খ) জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণ।
গ) ভিক্ষুক প্রতিবন্ধী, অভাবগ্রস্থ ও অসহায় জনসাধারনের তালিকা প্রণয়ন ও সংরক্ষণে ইউনিয়ন পরিষদেেক সহায়তা প্রদান এবং তাদের সাহায্যের জন্য স্থানীয় ভাবে তহবিল গঠনে ইউনিয়ন পরিষদকে পরামর্শ প্রদান ও সহযোগিতাকরণ।
০৯. স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ঃ
ক্র: নাম কমিটিতে পদবী পদবী ফোন নং
০১ মোঃ মজিবর রহমান সভাপতি ইউ.পি সদস্য
০২ সৈয়দ আহামেম্দ সদস্য গণ্যমান্য
০৩ আলমগীর হোসেন সদস্য গণ্যমান্য
০৪ ফজলুল হক সদস্য চিকিৎসক
০৫ মোঃ সাইদ মিয়া সদস্য সচিব গণ্যমান্য
ক) বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে এলাকার জনগণকে উদ্ধুদ্ধ করা।
খ) আর্সেনিক দূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের সহায়তা গ্রহণ।
গ) নিয়মিত টিউবওয়েল এর আর্সেনিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগের সহায়তা গ্রহণ।
ঘ) এলাকায় চাহিদা অনুযায়ী পানির উৎস্য স্থাপন ও নলকূপ স্থাপনের প্রকল্প পরিকল্পনা তৈরী ও বাস্তায়নে ইউনিয়ন পরিষদকে সহায়তা প্রদান।
ঙ) স্বাস্থ্য সম্মত পায়খানা তৈরী ও সরবরাহ বিষয়ে সরকারি বেসরকারী সংস্থার মধ্যে সমন্বয়সাধন।
চ) এলাকাবাসীর মাঝে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারের জন্য ব্যাপক গণসচেতনতা সৃষ্টি।
ছ) নিরাপদ পানি প্রাপ্তি ও স্বল্প খরচে স্বাস্থ্য সম্মত পায়খানা নির্মাণে জনগণকে সহায়তা করা।
জ) সবার জন্য স্বাস্থ্য ও স্যানিটেশন সংক্রান্ত জাতীয় কার্যক্রমে ইউনিয়ন পরিষদকে সহযোগিতা প্রদান।
১০. সমাজ কল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা ঃ
ক্র: নাম কমিটিতে পদবী পদবী ফোন নং
০১ নুর মোহাম্মাদ সভাপতি ইউ.পি সদস্য
০২ মোঃ মানিক মিয়া সদস্য গণ্যমান্য
০৩ মোঃ অভি সদস্য শিক্ষক
০৪ মোঃ সামসুল আলম সদস্য গৃহিনী
০৫ মোঃ মানিক মিয়া(২) সদস্য সচিব ঈমাম
ক) ভিক্ষুক প্রতিবন্ধি, অভাবগ্রস্থ ও অসহায় জনসাধারণের তালিকা প্রণয়ন ও সংরক্ষণে ইউনিয়ন পরিষদকে সহায়তা প্রদান এবং তাদের সাহায্যের জন্য স্থানীয়ভাবে তহবিল গঠনে ইউনিয়ন পরিষদকে পরামর্শ প্রদান ও সহযোগিতা করা।
খ) সমাজকল্যাণ ও জাতি গঠনমূলক বিভিন্ন কাজে সহযোগিতা প্রদানের জন্য সমাজের জনগণকে উৎসাহিত করা। এই সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।
১১. পরিবেশ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ রোপন ঃ
ক্র: নাম কমিটিতে পদবী পদবী ফোন নং
০১ মোঃ দুলাল মিয়া সভাপতি ইউ.পি সদস্যা
০২ মোঃ রুহুল আমিন সদস্য শিক্ষক
০৩ মোঃ আঃ আজিজ সদস্যা মুক্তিযোদ্ধা
০৪ মোঃ আউয়াল মিয়া সদস্য গণ্যমান্য
০৫ মোছাঃ নুর জাহান বেগম সদস্য সচিব গৃহিনী
ক) সামাজিক বনায়ন ও বৃক্ষরোপন বিষয়ে জনগনকে উৎসাহ প্রদান।
খ) বৃক্ষ নিধন রোধকল্পে কার্যকরী ব্যবস্থা গ্রহণ।
গ) স্থানীয় উদ্যোগে রাস্তার ধারে বৃক্ষরোপণ এবং সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক রোপণকৃত বৃক্ষ সংরক্ষণে প্রয়োজনীয় সহায়তা প্রদান।
ঘ) পরিবেশ সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব এবং বৃক্ষরোপণের লাভ/ সুফল সম্পর্কে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন।
ঙ) স্থানীয়ভাবে দুঃস্থ, ভূমিহীন, দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক বনায়নে সুফোলভোগী হিসাবে সম্পৃক্তকরণ।
চ) উপকারভোগীদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে রোপণকৃত বৃক্ষের যথাযথ সংরক্ষন নিশ্চিত করণ।
ছ) বৃক্ষরোপণের জাতীয়ত দিবসে সহযোগিতা প্রদান এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে উদ্ধুদ্ধকরণ কর্মসূচির আয়োজন।
জ) পরিবেশগত উন্নয়ন ও বৃক্ষ রোপণের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারি ও বেসরকারী সংগঠনের সাথে সমন্বয়সাধন ও সহযোগিতা প্রদান।
ঝ) ইউনিয়ন পর্যায়ে নার্সারী সৃজনে জনগণকে উদ্ধুদ্ধকরণ এবং আয়বর্ধক কর্মকাণ্ড হিসাবে নার্সারী স্থাপনে পরিষদকে পরামর্শ প্রদান।
১২. পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ ঃ
ক্র: নং নাম কমিটিতে পদবী পদবী ফোন নং
০১ মোছাঃ রাবেয়া বেগম সভাপতি ইউ.পি সদস্য
০২ মোঃ নুরনবী সদস্য সমাজসেবী
০৩ মোঃ লাকু মিয়া সদস্য গণ্যমান্য
০৪ মোঃ ফুল মিয়া সদস্য গণ্যমান্য
০৫ মোঃ সুমন মিয়া সদস্য সচিব গণ্যমান্য
ক) নারী ও শিশু বিষয়ক জাতিয় দিবস উৎযাপনে ইউনিয়ন পরিষদকে উৎসাহিত ও সহযোগিতা প্রদান করা।
খ) শিশু শ্রম বন্ধে এলাকাবাসীকে উদ্ভুদ্ধ করা।
গ) নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট কমিটির সাথে সমন্বয় সাধন ও এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য কার্যক্রম গ্রহন।
ঘ) ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন প্রকল্পে নারীদের কাজের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা।
ঙ) নারী ও শিশু পাচার প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট কমিটির সাথে সমন্বয় সাধন ও সহযোগিতা প্রদান করা।
চ) নারী ও শিশুদের কল্যাণে নিয়োজিত সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয় সাধন ও সহযোগিতা করা।
ছ) নারী ও শিশু কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও নারী অধিকার বাস্তবায়ন বিষয়ের পর্যবেক্ষণ এবং এ বিষয়ে পরিষদকে অবহিত করা। এই সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।
১৩. সংস্কৃতি ও খেলাধুলা ঃ
ক্র: নাম কমিটিতে পদবী পদবী ফোন নং
০১ মোঃ আবুল কালাম সভাপতি ইউ.পি সদস্যা
০২ মোঃ মামুন মিয়া সদস্য শিক্ষক
০৩ মোঃ শাহ আলম সদস্য ব্যবসায়ী
০৪ মোঃ মুন্না মিয়া সদস্যা ব্যবসায়ী
০৫ মোঃ শামীম মিয়া সদস্য সচিব সমাজসেবী
ক) ইউনিয়নের পর্যায়ের প্রকল্পে মহিলাদের কাজের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা।
খ) শিশু শ্রম বন্ধে এলাকাবাসীকে উদ্ধুদ্ধকরণ।
গ) নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট কমিটির সাথে সমন্বয়সাধন এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য কার্যক্রম গ্রহণ।
ঘ) নারী ও শিশু পাচার প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট কমিটির সাথে সমন্বয়সাধন এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য কার্যক্রম গ্রহণ।
ঙ) নারী ও শিশুদের কল্যাণে নিয়োজিত সহকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয়সাধন ও সহযোগিতা প্রদান।
চ) নারী ও শিশু কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও নারী অধিকার বাস্তবায়ন বিষয়ে পর্যবেক্ষণ এবং এ বিষয়ে পরিষদকে অবহিতকরণ।
১০। ইউনিয়ন পর্যায়ে হোল্ডিং এসেস্টমেন্ট ও নাম্বার প্লেট স্থাপন সংক্রান্ত ঃ
এরপর ইউপি সচিব সভায় জানান যে, বিগত ২৬/০১/২০১২ খ্রিঃ তারিখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইপ-১, অধি শাখা, স্মারক নং- স্থাসবি/ইপ/বিবিধ-১/২০১০/৩৮ মোতাবেক হোল্ডিং এসেস্টমেন্ট স্থাপনের বিষয়ে নির্দেশনা রয়েছে। ইউনিয়নে নিজস্ব আয় বৃদ্ধির জন্য হোল্ডিং এসেস্টমেন্ট ও নাম্বার প্লেট স্থাপন একান্ত প্রয়োজন। ইতিমধ্যে বিভিন্ন এনজিও হোল্ডিং এসেস্টমেন্ট ও নাম্বার প্লেট স্থাপনের বিষয়ে অনুমতি প্রদানের জন্য চেয়ারম্যান সাহেব বরাবর আবেদন করেন। সভায় ব্যাপক আলোচনার পর আর.বি.এস, ঠাকুরগাঁও কে নির্বাচিত করা হয়। উক্ত প্রতিষ্ঠানকে ইউনিয়নের সকল ওয়ার্ডে জরুরী ভিত্তিতে হোল্ডিং এসেস্টমেন্ট ও নাম্বার প্লেট স্থাপনের বিষয়ে অনুমতি প্রদানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
১১। ওয়ার্ড সভার তারিখ নিদ্ধারনঃ
ইউপি সচিব সভায় জানান স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী প্রত্যেক ইউনিয়ন পরিষদে ওয়ার্ড সভার নির্দেশনা রয়েছে। । সভায় ব্যাপক আলোচনার পর পরবর্তী সভায় ওয়ার্ড সভার তারিখ নিদ্ধারন করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
১২। পঞ্চ বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ঃ
ইউপি সচিব সভায় জানান স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী প্রত্যেক ইউনিয়ন পরিষদে পঞ্চ বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরীর নির্দেশনা রয়েছে। এমতাবস্থায় আগামী ০৫ বছরের জন্য উন্নয়নমূলক কাজের তালিকা তৈরী করা একান্ত আবশ্যক। সভায় ব্যাপক আলোচনার পর পরবর্তী সভায় পঞ্চ বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরী করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
১৩। বিবিধ ঃ বিবিধ আলোচনা নাই।
পরিশেষে আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সাহেব সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন এবং অত্র সভার কার্য বিবরণী আগামী ০৩ কার্য দিবসের মধ্যে প্রস্তুত করে এর কপি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের নিকট আগামী ০৭ কার্য দিবসের মধ্যে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইউপি সচিব কে বলা হলো।
(মোঃ আবুল কালাম আজাদ খান)
চেয়ারম্যান
২নং পারুল ইউনিয়ন পরিষদ
পীরগাছা, রংপুর ।
স্মারক নং ঃ . তারিখ ঃ ১৮/০৮/২০১৬ খ্রিঃ
অনুলিপি অবগতির জন্য প্রেরণ করা হলো ঃ
১। উপজেলা নির্বাহী অফিসার, পীরগাছা, রংপুর।
২। অডিটর (২০১৫/১৬ অর্থ বছর)
৩। মোঃ মতিয়ার রহমান , উদ্দ্যোক্তা, ২নং পারুল ইউডিসি। (ইউনিয়ন ওয়েব পোর্টালে আপলোড করার জন্য),
৪। নোটিশ বোর্ড।
৫। অফিস কপি।
(মোস্তাক আহমেদ)
সচিব
২নং পারুল ইউনিয়ন পরিষদ
পীরগাছা, রংপুর।
পরিশিষ্ট “ক”
ইউপি সভায় উপস্থিত সদস্যগনের নাম ঃ
ক্রমিক নং উপস্থিত সদস্যগনের নাম পদবী ওয়ার্ড নং স্বাক্ষর সভার তারিখ
১। মোঃ আবুল কালাম আজাদ খাঁন চেয়ারম্যান ১-৯ স্বাক্ষরিত ১৮/০৮/২০১৬খ্রিঃ
২। মোছাঃ আফরোজা বেগম সংরক্ষিতর মহিলা সদস্য ১, ২ ও ৩ স্বাক্ষরিত ১৮/০৮/২০১৬খ্রিঃ
৩। মোছাঃ রাবেয়া বেগম সংরক্ষিতর মহিলা সদস্য ৪, ৫ ও ৬ স্বাক্ষরিত ১৮/০৮/২০১৬খ্রিঃ
৪। মোছাঃ রোকেয়া বেগম সংরক্ষিতর মহিলা সদস্য ৭, ৮ ও ৯ স্বাক্ষরিত ১৮/০৮/২০১৬খ্রিঃ
৫। মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সদস্য ০১ স্বাক্ষরিত ১৮/০৮/২০১৬খ্রিঃ
৬। মোঃ আফজাল হোসেন সাধারণ সদস্য ০২ স্বাক্ষরিত ১৮/০৮/২০১৬খ্রিঃ
৭। মোঃ মজিবর রহমান সাধারণ সদস্য ০৩ স্বাক্ষরিত ১৮/০৮/২০১৬খ্রিঃ
৮। মোঃ সাইফুল ইসলাম সাধারণ সদস্য ০৪ স্বাক্ষরিত ১৮/০৮/২০১৬খ্রিঃ
৯। নুর মোহাম্মাদ সাধারণ সদস্য ০৫ স্বাক্ষরিত ১৮/০৮/২০১৬খ্রিঃ
১০। মোঃ তাহারৎ উল্ল্যা সাধারণ সদস্য ০৬ স্বাক্ষরিত ১৮/০৮/২০১৬খ্রিঃ
১১। মোঃ আনিছুর রহমান আনছার সাধারণ সদস্য ০৭ স্বাক্ষরিত ১৮/০৮/২০১৬খ্রিঃ
১২। মোঃ দুলাল মিয়া সাধারণ সদস্য ০৮ স্বাক্ষরিত ১৮/০৮/২০১৬খ্রিঃ
১৩। মোঃ নুরুল আমিন সাধারণ সদস্য ০৯ স্বাক্ষরিত ১৮/০৮/২০১৬খ্রিঃ
(মোস্তাক আহমেদ)
সচিব
২নং পারুল ইউনিয়ন পরিষদ
পীরগাছা, রংপুর।
(মোঃ আবুল কালাম আজাদ খাঁন)
চেয়ারম্যান
২নং পারুল ইউনিয়ন পরিষদ
পীরগাছা, রংপুর।