সন্মাানিত ২নং পারুল ইউনিয়ন বাসি , আসসালামু আলাইকুম, অন্যান্য ধর্মাবম্বীদের প্রতি আন্তরিক শুভেচছা । এতদ্বারা অত্র ইউনিয়ন বাসিকে জানানো যাচ্ছে যে, অত্র ইউনিয়নের কর এ্যাসেসম্যান্ট তালিকা হালনাগাদ ও বসতবাড়ির কর / চৌকিদারী কর আদায় প্রয়োজনীয়তা বিবেচিত হওয়ায় উক্ত কার্য্যক্রমের দায়িত্ব রুলাল ডেভলপমেন্ট সার্ভিস (আর ডি এস ) সংস্থাকে প্রদান করা হইল । প্রত্যেক বাড়ির মালিকগনকে তার বাড়ির নিদ্ধারিত কর দুই বছরের বকেয়াসহ পরিশোধ করার জন্য অনুরোধ করা হইল । এবং আদায়কারীগনের সংগে কোন ধরনের খারাপ আচরন না করার জন্য বিশেষভাবে বলা হইল ।
কর আদায়ের সকলের সহযোগিতা কামনা করছি ।
আদেশক্রমেঃ-
মোঃ আবুল কালাম আজাদ খাঁন,চেয়ারম্যান,২নং পারুল ইউনিয়ন পরিষদ,পীরগাছা, রংপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস