আস্ছালামু ওয়ালাইকুম,
এতদ্বারা ২নং পারুল ইউনিয়নের সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধিন ইউনিয়ন পরিষদের কর তফশীল ২০১৩ মোতাবেক অত্র ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল বসতবাড়ীর কর আদায় কার্য্যক্রম চলিতেছে । কর পরিশোধ করা আপনার ও আমার সকলের নৈতিক দায়িতব । আপনার দেওয়া করের টাকা আপনার ওয়ার্ডের ওয়ার্ড সভায় সিদ্ধান্ত মোতাবেক আপনার এলাকার উন্নয়নে ব্যয় করা হইবে । আপনার বসত বাড়ীর কর পরিশোধের জন্য আপনার ওয়ার্ডের মেম্বারের সহিত যোগাযোগ করুন । সময় মত আপনার কর পরিশোধ করুন, সরকারী সেবা গ্রহন করুন । মনে রাখবেন কর, পরিশোধ করার সময় অবশ্যই রশিদ গ্রহন করবেন ।
অনুরোধক্রমে
মোঃ আবুল কালাম আজাদ,
চেয়ারম্যান,
২নং পারুল ইউনিয়ন পরিষদ,
পীরগাছা, রংপুর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস