দেশে একজন মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবেনা’- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আজ পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নের পারুল মৌজায় ১৯ টি এবং নাগদাহ মৌজায় ১৫ টি মোট ৩৪টি গৃহহীন, ভূমিহীন পরিবারের নিকট আশ্রায়ন প্রকল্পের ঘর হস্তান্তর করা হয়। ২নং পারুল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মো: তোফাজ্জল হোসেন উপস্থিত থেকে ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত রংপুর জেলা পরিষদের সদস্য জনাব মো: আব্দুল হান্নান মন্ডল, এবিএম মিজানুর রহমান সাজু,সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পারুল ইউনিয়ন শাখা, ইউনিয়ন পরিষদের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ পারুল ইউনিয়ন শাখার নেতাকর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস