Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জন্ম নিবন্ধন রেজিস্টার

বর্তমান চেয়ারম্যানঃ

নাম                                    ছবি                         ফোন

মোঃ আবুল কালাম আজাদ                                    ০১৭৩১৮৭৫৩৮০

 

বর্ণনাঃ আমি মোঃ আবুল কালাম আজাদ ,পিতা-মৃতঃ আব্দুস সাত্তার ২৮/১২/১৯৫৬ ইং তারিখে  রংপুর জেলার পীরগাছা উপজেলাধীন ২নং পারুল ইউনিয়নের কিসামত সেচাকান্দি গ্রামে জন্ম গ্রহন  করি। সেচাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে ৫ম শ্রেনী পাশ করি। সৈয়দপুর উচ্চ বিদ্যালয় হইতে ৮ম শ্রেনী পাশ করি। ১৯৭২ ইং সালে পীরগাছা জে,এন, উচ্চ বিদ্যালয় হইতে এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ হই। ১৯৭৪ ইং সালে রংপুর সরকারী কলেজ হইতে এইচ,এস,সি পরীক্ষায় অকৃ্তকায্য হইয়া সামাজিক কর্মকাণ্ডের নিয়োজিত হই। তারই ধারাবাহিকতায় ০১/০৭/১৯৮৮ হইতে ৩০/০৩/১৯৯২ ইং হইতে পয্যন্ত ২নং পারুল ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে দায়িত পালন করি ।

১০/০১/১৯৯৩ ইং হইতে ১৬/১২/১৯৯৫ পয্যন্ত  দেউতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে দায়িত পালন করি।

১৭/১২/১৯৯৫ ইং হইতে ২৮/১২/১৯৯৮ পয্যন্ত  দেউতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে দায়িত পালন করি।

১৭/০৮/২০১১ ইং তারিখ হইতে  অত্র ২নং পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সুন্দর সুস্টুভাবে দায়িত পালন করিয়া আসিতেছি ।


যাবতিয় তথ্যের জন্য লগ অন করুন-
http://bris.lgd.gov.bd

ছবি